রাসেল মাহমুদ ,নেত্রকোনা থেকে
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২০ লাখের অধিক মানুষ, মারা গেছে ১ লাখ ৬০ হাজার প্লাস । করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে বাংলাদেশ সরকার গত ২৬ মার্চ২০২০ ইং হতে সরকারী সাধারণ ছুটি ঘোষনা করেছে। কয়েক দফায় ছুটির মেয়াদ বাড়ায় খেটে খাওয়া, অসহায়, গরীব দিন আনে দিন খায় এই মানুষগুলো কর্মহীন হয়ে বিপাকে পড়েছে। এযেন মরার উপর খরার ঘা। গতকাল রবিবার পর্যন্ত কোভিড-১৯ করোনা ভাইরাসে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ২৪৫৬ জন, মৃত্যুবরণ করেছে মোট ৯১ জন। আস্তে আস্তে মহামারী আকার ধারণ করছে।
আগামী দিনগুলোতে কি ঘটবে সুনিশ্চিত করে কেউ কিছু বলতেও পারছে না।
একটা অজানা আতংক কাজ করছে সকলের মাঝে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারনে সাধারণ খেটে খাওয়া গরীব অসহায়, দিনমজুর মানুষগুলোর মাথায় হাত, এমন পরিস্থিতিতে নেত্রকোনা জেলার সদর উপজেলার ১২ নং মদনপর ইউনিয়নের কলেজ, বিশ্ববিদ্যালয়ের একদল তরুন শিক্ষার্থী ও অত্র ইউনিয়নের যুব সমাজের কয়েকজনকে সাথে নিয়ে মরহুম হাবিবুর রহমান মিনাল স্মৃতি পরিষদের উদ্যোগে আশপাশের কয়েকটি গ্রামের কর্মহীন, অসহায়, গরীব দুঃখী মানুষদের পাশে দাড়িয়েছে এই সংগঠনটি।
গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার ১২নং মদনপুর ইউনিয়নের সাজিউড়া,কাশিমপুর,আসদ আটি এবং লক্ষীপুর গ্রামের ১০০ পরিবারকে ১০ দিনের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছে মরহুম হাবিবুর রহমান মিনাল স্মৃতি পরিষদের সদস্যরা।
অত্র এলাকার ঐ মানুষগুলো ত্রাণ সামগ্রী পেয়ে আনন্দিত।
সংগঠনের সদস্যরা বলেন, আগামীতেও আমরা আপনাদের পাশে আছি থাকবো এবং আমাদের সামর্থ অনুযায়ী সহযোগীতা অব্যাহত থাকবে। সকলে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে চলবেন। সকলে সুরক্ষিত থাকবেন, সকলে আমাদের সংগঠনের সাথে সংশ্লিষ্টদের জন্য দোয়া করবেন।